মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদআরো খবর...... বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মাহব‍ুব উদ্দিন আহম্মাদের ইন্তেকাল

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মাহব‍ুব উদ্দিন আহম্মাদের ইন্তেকাল

সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহম্মাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে… রাজিউন।  শনিবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ ও বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও বিএনপি সূত্র জানিয়েছে, মরহুম মাহবুব উদ্দিন আহম্মাদ’র প্রথম নামাজে জানাযা রোববার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাযা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাদজোহর বায়তুল মোকাররমে তৃতীয় জানাযা শেষে তাকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। এখানে চতুর্থ ও শেষ জানাযা শেষে আজিমপুর গোরস্থানে মরহুমের পারিবারিক কবরে তাকে দাফন করা হবে।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহম্মাদ অষ্টম জাতীয় সংসদে (২০০১-২০০৬) ঢাকার একটি আসনের (মোহাম্মদপুর-ধানমণ্ডি) নির্বাচিত সদস্য ছিলেন। তিনি সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী হিসেবেও সুপ্রসিদ্ধ ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ