শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ধর্ষণ ঠেকাতে বিশেষ ধর্ষণরোধী অন্তর্বাস

ধর্ষণ ঠেকাতে বিশেষ ধর্ষণরোধী অন্তর্বাস

পৃথিবী জুড়েই ধর্ষণের ঘটনা উদ্বেগজনকহারে বাড়ছে। এই পরিস্থিতিতে ধর্ষণ মোকাবিলায় এক বিশেষ ধরনের অন্তর্বাস তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি।

কোম্পানিটির দাবি, ওই বিশেষ অন্তর্বাস নারীদের ওপর যৌন আক্রমণ আটকাতে সক্ষম হবে। ফলে নারীরা অনেক বেশি নিরাপদবোধ করবেন। এক ধরনের বিশেষ কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে, যার নাম ‘ধর্ষণরোধী অন্তর্বাস’। যে কাপড় দিয়ে এটি তৈরি করা হয়েছে তা সহজে ছেড়া বা খোলা যায় না।

অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থা এআই উইআর-এর দাবি, নারীরা তাদের ওপর যৌন আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে অন্তর্বাসটি বর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই শর্টস কাম অন্তর্বাসটি কোমরবন্ধনীর সঙ্গে এমনভাবে আটকে থাকে যা টেনে খোলা খুবই কঠিন।  প্রয়োজন অনুসারে উরুর সঠিক স্থানে ব্যবহারকারীরা তা লক করে নিতে পারবেন। উরুদেশে একবার লক লাগানো হয়ে গেলে অন্তর্বাসটিকে আর খোলা তো দুরের কথা সরানোও সম্ভব হবে না। কোমরের কাছেও থাকছে একই ধরনের লক করার ব্যবস্থা। নির্দিষ্ট পদ্ধতি মেনেই তা খোলা সম্ভব।

আরও পড়ুন

সর্বশেষ