শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাজেট উচ্চাভিলাষী তবে উন্নয়নের কাঙ্খিত লক্ষমাত্রা অর্জন করতে হলে এ ধরণের বাজেটই...

বাজেট উচ্চাভিলাষী তবে উন্নয়নের কাঙ্খিত লক্ষমাত্রা অর্জন করতে হলে এ ধরণের বাজেটই প্রয়োজন – চট্টগ্রাম চেম্বার সভাপতি

Ctg camber presidentউন্নয়নের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাভিলাষী বাজেটই প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম।

তিনি বলেছেন,‘বাজেট উচ্চাভিলাষী তবে উন্নয়নের কাঙ্খিত লক্ষমাত্রা অর্জন করতে হলে এ ধরণের বাজেটই প্রয়োজন। তবে বাজেট ঘাটতি মোকাবেলায় অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ করার ক্ষেত্রে বেসরকারি খাতের বিনিয়োগ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।’

বৃহস্পতিবার রাতে ২০১৩-১৪ অর্থবছরের তাৎক্ষনিক বাজেট প্রতিক্রিয়ায় চেম্বার সভাপতি বাংলানিউজকে এসব কথা বলেন।

বাজেটে পিএসআই পদ্ধতি ঐচ্ছিককরণসহ চট্টগ্রাম চেম্বারের বেশকিছু সুপারিশ গ্রহণ করায় তিনি অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন,‘প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পল্লী উন্নয়ন, কর্মসংস্থান, খাদ্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বিদ্যুৎ, জ্বালানী, সড়ক ও রেল যোগাযোগ খাতে পর্যাপ্ত বরাদ্দ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’

বাজেটে আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে কম শুল্ক শিল্পায়নে সহযোগী ভূমিকা রাখবে উল্লেখ করে চেম্বার সভাপতি বলেন,‘নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য, ওষুধ ও শিল্পে ব্যবহৃত কাঁচামালে শুল্ক মওকুফ এবং ভোজ্য তেলে রেয়াতী সুবিধা অব্যাহত রাখায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে।’

তবে তিনি এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ক্ষেত্রে শুল্ক ৩ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এছাড়াও এসএমই খাতে প্রয়োজনীয় সহায়তা দিতে বার্ষিক টার্ণওভার ৭০ থেকে বৃদ্ধি করে ৮০ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম চেম্বারের প্রস্তাব অনুযায়ী করের হার বৃদ্ধি না করা, ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ২ লক্ষ ২০ হাজার টাকা উন্নীতকরণ, ব্যক্তি শ্রেণীর কর হার প্রায় অপরিবর্তিত রাখা, ন্যূনতম কর ৩ হাজার টাকা অপরিবর্তিত রাখা, জেলা সদরে এ কর ২ হাজার এবং উপজেলা পর্যায়ে ১ হাজার টাকা করায় অর্থমন্ত্রীর প্রশংসা করেন চেম্বার সভাপতি।

চেম্বার সভাপতি বাজেট প্রতিক্রিয়ায় বলেন,‘পুঁজিবাজারে কোম্পানি শেয়ারের অভিহিত মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রয়ের ক্ষেত্রে প্রিমিয়াম মূল্যের উপর ৩শতাংশ আয়করের বিধান, বন্ড বিক্রির সময় মোট বিক্রয়ের উপর ০.০৫ শতাংশ কর বিলোপ এ খাতের জন্য প্রশংসাযোগ্য।’

তিনি বলেন,‘বাজেটে বেসরকারি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের উপর ১৫ শতাংশ হারে বিনিয়োগ রেয়াত প্রদান এবং করমুক্ত ডিভিডেন্ড আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করায় এ খাতে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে।’

আরও পড়ুন

সর্বশেষ