রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রোববার দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ৪টি বিষয় বাদ দিয়ে অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শনিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ছাত্রের সংখ্যা সাত লাখ ৩৩ হাজার ২০২ এবং ছাত্রীর সংখ্যা ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন। এবার ৮টি সাধারণ শিক্ষা বোডের্র অধীনে এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হলো ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৬ হাজার ২১৭ জন ও ছাত্রী পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।

দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ২১ হাজার ৬০১ জন ও ছাত্রী এক লাখ ১৮ হাজার ১৪৮ জন। এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ দুই হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্র ৭৫ হাজার ৩৮৪ জন ও ছাত্রী ২৭ হাজার ৩৯ জন।

এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ,ত্রিপলী, দোহা,আবুধাবী.দুবাই ও বাহরাইনের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পরীক্ষার্থীর মধ্যে ১৬০ জন ছাত্রী রয়েছে।

এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্র এবং গণিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি আরও বলেন, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন। কেন্দ্র বেড়েছে ১৮৪টি এবং মোট প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ৪১৬টি। মোট পরীক্ষা কেন্দ্র হচ্ছে ২ হাজার ৯শত ৪২টি।

ঢাকা বোর্ডের ৩৫৯টি কেন্দ্রে ৩ লাখ ৪৩ হাজার ১২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ১ লাখ ৭১ হাজার ৭৪৪ জন ছাত্রী। রাজশাহী বোর্ডের ১৯৬ টি কেন্দ্রে ১ লাখ ২২ হাজার ৯৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫৯ হাজার ১৮০ জন ছাত্রী। কুমিল্লা বোর্ডের ২২৪ টি কেন্দ্রে ১ লাখ ৪৪ হাজার ৯৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৭৮ হাজার ৯৯৯ জন ছাত্রী। যশোর বোর্ডের ২৩১ টি কেন্দ্রে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৬৩ হাজার ৯৭০ জন ছাত্রী। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১৫৯টি কেন্দ্রে ৯২ হাজার ৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৪৯ হাজার ১১৫ জন ছাত্রী। বরিশাল বোর্ডের ১০ টি কেন্দ্রে ৭০ হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৩৫ হাজার ২১৯ জন ছাত্রী। সিলেট বোর্ডের ১১৫টি কেন্দ্রে ৬৮ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৩৮ হাজার ৩৪ জন ছাত্রী। দিনাজপুর বোর্ডের ২২৪ টি কেন্দ্রে ১ লাখ ১৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। এরমধ্যে ৫৮ হাজার ৭৭ জন ছাত্রী রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর সংবাদদাতা জানান, যশোর শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে ২৩২৫২ জন,মানবিক বিভাগে রয়েছে ৬৬০৯৬ জন এবং বানিজ্য বিভাগে রয়েছে ৪০৯৫৪ জন পরীক্ষার্থী।জেলাওয়ারী-যশোর জেলায় ২৩৬৪৯ জন, নড়াইলে ৬৫১৬ জন, ঝিনাইদহে ১৪৭৪০ জন, মাগুরায় ৯১৩৭ জন, কুষ্টিয়ায় ১৫৪৩৬ জন, চুয়াডাঙ্গায় ৮১২১ জন,মেহেরপুরে ৪৮৭৭ জন, সাতক্ষীরায় ১৫০৬৫ জন, খুলনায় ২১৩১০ জন এবং বাগেরহাট জেলায় ১১৪৫১ জন পরীক্ষার্থী রয়েছে।

সিলেট সংবাদদাতা জানান : সিলেট শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৬৬২ জন, মানবিক বিভাগে ৪৮ হাজার ৩৭৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ২১২ জন পরীক্ষার্থী রয়েছে।  মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৬০ হাজার ৬৯ জন ও অনিয়মিত হলেন ৮ হাজার ১৬৩ জন। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ২৬ মধ্যে হাজার ৯১৮ জন ছাত্র ও ৩৩ হাজার ১৫১ জন ছাত্রী। অনিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩ হাজার ২৯১ জন ও ছাত্রী ৪ হাজার ৮৭২ জন।

পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ শিক্ষার্থী সিলেট জেলায় এবং সর্বনিম্ন হবিগঞ্জ জেলায়। সিলেট জেলার পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩১৫ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৭৮৩ জন এবং ছাত্রী ১৪ হাজার ৫৩২ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৬ হাজার ১৬ জন, মানবিক বিভাগে ১৭ হাজার ৫৮০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী রয়েছে।

সুনামগঞ্জ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ২৬৫ জন ও ছাত্রী ৭ হাজার ২৫০ জন। এ সকল পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ২৮ জন, মানবিক বিভাগে ১০ হাজার ৬৩২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫৫ জন রয়েছেন।

মৌলভীবাজার জেলার মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৫৩৪ জন। এর মধ্যে ৬ হাজার ৫৬৮ জন ছাত্র ও ৮ হাজার ৯৬৬ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৫১৫ জন, মানবিক বিভাগে ১১ হাজার ২৯০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭২৯ জন।

হবিগঞ্জ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ৫ হাজার ৫৯৯ জন ছাত্র ও ৭ হাজার ২৮৬ জন ছাত্রী। এ সকল পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ১০৩ জন, মানবিক বিভাগে ৮ হাজার ৮৭১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯১১ জন পরীক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ