বুধবার, নভেম্বর ৬, ২০২৪
প্রচ্ছদপ্রবাসী সময়মেট্রোরেল পরিচালনার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি গঠন করা হয়েছে : যোগাযোগমন্ত্রী

মেট্রোরেল পরিচালনার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি গঠন করা হয়েছে : যোগাযোগমন্ত্রী

DTCAমেট্রোরেল পরিচালনার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি বা ডিএমটিসি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো জানান, মেট্রোরেলের বিস্তারিত নকশা ও নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের কাজও শেষ হয়েছে। শিগগিরই ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে।

বৃহস্পতিবার সকালে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভায় তিনি এসব তথ্য জানান। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দ্রুত গতির বাস বিআরটিসি চালুর প্রাথমিক নকশা প্রণয়নের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। আগামী জুলাইতে এর কাজ শুরু করা যাবে বলেও জানান তিনি। আসছে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এখনই কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ