রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়দেশবাসীর কাছে করা ওয়াদার বেশির ভাগই পূরণ হয়েছে : শেখ হাসিনা

দেশবাসীর কাছে করা ওয়াদার বেশির ভাগই পূরণ হয়েছে : শেখ হাসিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইশতেহারে দেশবাসীর কাছে করা ওয়াদার বেশির ভাগই পূরণ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব প্রতশ্রুতি তুলে ধরেন তিনি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।তিনি সাম্প্রদায়িকতামুক্ত ও সুশাসনের মৌলিক বিষয় নিশ্চিত করার প্রত্যয়ে তার দলের বক্তব্য উত্থাপন করছেন। নির্বাচন কমিশনের আয়োজনে এ ভাষণে তিনি বলেন, মহাজোট সরকার গত নির্বাচনের আগে জনগণকে দেয়া ওয়াদার চেয়ে বেশি কাজ বাস্তবায়ন করেছে। আগামী ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আপনারাই বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোটকে নির্বাচিত করেছিলেন। আমরা দেশসেবার সুযোগ পেয়েছিলাম। তিনি বলেন, আপনাদের নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করেছে। আমরা ২০১৩ সালে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি । ইন্টারনেট সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঁচ বছরে ১২১ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ১৭২ টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করেছি। এ সময় তিনি শিক্ষা, কৃষি, কর্মসংস্থানসহ বিভিন্নখাতে তিনি সরকারের সাফল্য তুলে ধরেন। বিরোধী দলকে চেষ্টা করেও নির্বাচনে আনা যায়নি বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

সর্বশেষ