রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশ: পাশের হার ৯৮.৫৮

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল প্রকাশ: পাশের হার ৯৮.৫৮

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৪০ হাজার ৯৬১ জন। অন্যদিকে সমমানের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ২৫৩ জন।

আজ সকালে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন। দুপুর সাড়ে ১২টায় নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল তুলে ধরবেন নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল রোববার জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা একটায় ফল পাওয়া যাবে।

এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ শিশু শিক্ষার্থী অংশ নিয়েছে। গত ২০ থেকে ২৮ নভেম্বর সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিরোধী দলের অবরোধের বাধায় তা ৬ ডিসেম্বর শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ