রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউজেএসসি-জেডিসির ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

জেএসসি-জেডিসির ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৪

২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। মোট জিপিএ পেয়েছে ১লাখ ৭২ হাজার ২০৮ জন।এর মধ্যে কুমিল্লা সিলেট ও বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার যথাক্রমে ৯০.৪৫, ৯১.১৫ ও ৯৬.৬০ শতাংশ। এবার আটটি সাধারণ ও মাদ্রাসা বোর্ডে এবার ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের পক্ষ থেকে ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর এবং

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল দুপুর ২টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। এ ছাড়া কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সব প্রতিষ্ঠানের প্রধান ফল সংগ্রহ করতে পারবেন। বিরোধী দলের টানা অবরোধের কারণে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা কয়েক দফা পেছাতে হলেও ঘোষিত সময়ের মধ্যেই এবার ফল প্রকাশ হলো।

মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

একইভাবে জেডিসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর ফল জানানো হবে।

এছাড়া পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে।

গত ৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধীদলের অবরোধের কারণে দেরিতে শুরু হয়ে ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর। উল্লেখ্য, সোমবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ