শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফিরিঙ্গীবাজার স্যোসাল ওয়েলফেয়ার এন্ড বাড ডোনারস ক্লাবের ফ্রি চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি

ফিরিঙ্গীবাজার স্যোসাল ওয়েলফেয়ার এন্ড বাড ডোনারস ক্লাবের ফ্রি চিকিৎসাসেবা ও রক্তদান কর্মসূচি

ফিরিঙ্গীবাজার স্যোসাল ওয়েলফেয়ার এন্ড বাড ডোনারস ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্ত্রদের সাহায্যার্থে ফ্রি মেডিকেল চেকআপ, ফ্রি ঔষধ বিতরন (এলভয়িন ল্যাবরটেরজি এর সহযোগিতায়)  এবং এলাকার মানুষকে রক্তদানে উৎসাহিত করতে স্বেচ্ছায় রক্তদান ও বাড গ্রুপিং কর্মসূচিসমূহ ফিরিঙ্গীবাজার ৩৩নং ওয়ার্ড কাউন্সিল প্রাঙ্গনে আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমরে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরি হাসান মাহমুদ হাসনি। উক্ত সামাজিক কার্যক্রমে এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতৃবিন্দ, ডাক্তার ও এলাকার সর্দারসহ বিভিন্ন পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমে সর্বমোট ২৫৯ জনকে ফ্রি চেকআপ ও ঔষধ বিতরন, ৬৩ জনের ফ্রি ব্লাড টেস্ট এবং ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানিয়েছেন উক্ত ক্লাব ও কার্যক্রমের একজন উদ্দ্যেক্তা মোঃ হাছান শাহরিয়ার। এ ক্লাবের উদ্যোগে এই ধরনের বিভিন্ন সামাজিক কার্যক্রম এলাকার সর্বস্তরের পেশাজীবি মানুষকে সাথে নিয়ে ভবিষ্যতে আরোও করা হবে বলে প্রতয় ব্যক্ত করেন তিনি।

এতে আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাব ও কার্যক্রমের উদ্দ্যেক্তা মোঃ হাছান শাহরিয়ার, মোঃ আমির হোসেন জাবেদ, ফয়সাল বিন সাত্তার বাপ্পি, হাসিব বিন খালেদ, রিয়াজ উদ্দিন, ডাঃ ইফতেখারুল ইসলাম, আলী হায়দার খান, মুক্তার আহমেদ, মোঃ এহসান কবির, জাহেদ দোভাষ, মোঃ মামুন, মো: জামাল, মোঃ আল-আমিন, মোঃ
মাসুম, মোঃ মানিক, মোঃ নাঈম সহ অরো অনেকে।

আরও পড়ুন

সর্বশেষ