এবার সিনেমায় নামলেন টিভি অভিনেত্রী লারা লোটাস। আজো চিঠি আসে নামের একটি মুক্তিযুদ্ধভিত্তিক অনুদানের চলচ্চিত্রে সম্প্রতি কাজ শুরু করলেন তিনি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সারোয়ার সমিরউদ্দিন।
লারা বলেন, হঠাৎ করেই এই চলচ্চিত্রে কাজের সুযোগ পেলাম। এখানে আমি একজন যুদ্ধ শিশু।’ চলতি বছরের ১৬ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে বলে জানালেন লারা লোটাস।
লোটাস অভিনীত প্রচার চলছে নাটক এটিএন বাংলায় ‘আমাদের মহল্লা’, ‘ডিবি’, ‘পোড়া মাটি’, তেলেসমাতি’, বৈশাখী টেলিভিশনে ‘ভরসা কোচিং সেন্টার’, দেশ টিভিতে ‘শুভ্র’। আর অচিরেই শুটিং শুরু করতে যাচ্ছেন নাদের চৌধুরী, মাসুদ মহিউদ্দীন ও বশিরের পরিচালনায় তিনটি নতুন ধারাবাহিকের।
আর উপস্থাপক লারা লোটাস নিয়মিত সাবলীল উপস্থিতি ঘটাচ্ছেন বিটিভির ‘গীতি আলাপন’ ও একুশে টেলিভিশনের ‘দি এইম’ অনুষ্ঠান দুটিতে। এছাড়া নিয়মিত মঞ্চানুষ্ঠানে উপস্থাপনাতো চলছেই।