মঙ্গলবার, মে ১৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়মঙ্গলবার রাতেই কাদের মোল্লার ফাঁসি!

মঙ্গলবার রাতেই কাদের মোল্লার ফাঁসি!

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ জামায়াতে ইসলামী আশঙ্কা প্রকাশ করেছেন মঙ্গলবার রাতেই কাদের মোল্লার ঘোষিত ফাঁসির রায় কার্যকর। সোমবার এ আশঙ্কা থেকেই মঙ্গলবার ফের হরতাল আহ্বান করে দলটি। সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, সরকার তার ষড়যন্ত্র বাস্তবায়ন করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকবে। কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচিত হচ্ছে সরকার দ্রুত আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করতে চায়। এমনকি মঙ্গলবার রাতেও এ রায় কার্যকর হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে।’

এর আগে সোমবার দুপুরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম জানিয়েছিলেন ‘সরকার চাইলে যেকোন দিন যেকোনো সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় কার্যকর করা হবে।’

মাহবুবে আলম বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে আপিল বিভাগের রায়টি জেল কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। সরকার জেল কর্তৃপক্ষকে যখন এই দণ্ডাদেশ কার্যকর করার জন্য নির্দেশ প্রদান করবেন তখনই এটা কার্যকর হবে।’

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ দিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ঘোষিত ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রোববার এ রায়ের কপি ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা এর মধ্যেই কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।সূত্র : বাংলামেইল।

আরও পড়ুন

সর্বশেষ