দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া বলিউড অভিনেতা আমির খানের সাথে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস দেখা করলেন। সম্প্রতি বিল গেটস তার ব্লগে লিখেছিলেন, ‘আমি বলিউড অভিনেতা ও সমাজসেবক আমির খানের সঙ্গে দেখা করতে সত্যিই আগ্রহী। ইউনিসেফের অ্যাম্বাসাডর হিসেবে শিশুদের পুষ্টির ওপর ওর কাজের ব্যাপারে শুনতে আমি উৎসাহী।’ গত বুধবারই ভারত সফরে এসে নিজের ব্লগে বিল গেটস লিখেছিলেন আমির খানের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। তার পরদিনই দেখা হল দুজনের। ভারতে স্বাস্থ্যকর শৌচালয় তৈরির পরিকল্পনা প্রসঙ্গে তাদের বিস্তারিত আলোচনা হয়। সফরের প্রথম দিনেই আমিরের সঙ্গে দেখা করে উল্লসিত বিল গেটস।