রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া

মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া

10কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া ২০১৩’ প্রতিযোগিতা। ভারতের প্রখ্যাত বিউটি এক্সপার্ট কেয়া শেঠের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের মিস ও মিসেসরা অংশগ্রহণ করতে পারবেন। এজন্য আবেদনপত্রের সঙ্গে প্রত্যেক প্রতিযোগীর পাঁচটি ভিন্ন পোশাক ও ভঙ্গিমা সম্বলিত পোস্টকার্ড সাইজের স্টিল ফটোগ্রাফ পাঠাতে হবে। এর একটি ছবি হতে হবে ফিগারের ফুল সাইজ ফটোগ্রাফ। মিসদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র লাগবে (বয়সসীমা : ১৮-২৫ বছর)। শর্তাবলী মেনে বাংলাদেশের আগ্রহী প্রতিযোগিরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এ প্রসঙ্গে অদ্বিতীয়ার কেয়া শেঠ বলেন, ‘গত বছর থেকে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়ার প্রতিযোগীতায় বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। তারা এখানে প্রতিভার স্বাক্ষর রেখেছে। অনেকে পুরস্কৃত হয়েছে। যে কারণে আমরা চাইছি এবারের প্রতিযোগীতায়ও বাংলাদেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করুক। আমার বিশ্বাস এবার তারা আরও ভালো করবে।’ উল্লেখ্য, ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া-২০১৩’  প্রতিযোগিতার আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩০ জুন।

আরও পড়ুন

সর্বশেষ