বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম গুরুতর অসুস্থ। ঢাকার এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জানা গেছে, গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থতার কারণে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত এবারের নজরুলমেলা ফিরোজা বেগমের নামে উৎসর্গ করা হয়েছে। গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় তার সুস্থতা কামনা করে মোনাজাতও করা হয়। উল্লেখ্য, ফিরোজা বেগমের জন্ম ১৯৩০ সালের ২৮শে জুলাই ফরিদপুরে। দেশের শীর্ষস্থানীয় দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হামিন আহমেদ তার ছেলে। মাত্র দশ বছর বয়সেই একজন সংগীত শিল্পী হিসেবে ফিরোজা বেগমের গানের জীবন শুরু হয়। ১৯৫৬ সালে বিশিষ্ট সুরকার ও সংগীতশিল্পী কমল দাশগুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।