বুধবার, মে ২২, ২০২৪
প্রচ্ছদজাতীয়সঙ্কট নিরসনে প্রধান দুই দলের শর্তহীন আলোচনায় বসা উচিত : স্পিকার

সঙ্কট নিরসনে প্রধান দুই দলের শর্তহীন আলোচনায় বসা উচিত : স্পিকার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, চলমান সঙ্কট নিরসনে প্রধান দুই দলের শর্তহীন আলোচনায় বসা উচিত। শনিবার রাজধানীর একটি হোটেল এক গোলটেবিল বৈঠক শেষে এই মন্তব্য করেন। স্পিকার বলেন, ‘বড় দুই দলের আলোচনার ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে হবে। সব দলের অংশগ্রহণের ভিত্তিতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে বলে আমি মনে করি। সেই সুযোগ এখনও রয়েছে।’

সংসদ বহাল রেখে নির্বাচন হলে সেটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল দল সমান লেভেল প্লেয়িং ফিল্ড পাবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সুতরাং সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।’

ইউনাইটেড ন্যাশন ডেভেলমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), ইউনাইটেড ন্যাশন উইমেন (ইউএনউইমেন) ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে ‘ফস্টারিং জেন্ডার একুয়েলিটি ইন পলিটিক্স’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকার বলেন, ‘জেন্ডার সমতা নিশ্চিত করতে তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদেও অধিক সংখ্যক নারীকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিতে হবে। নারীদেরকে শুধু নারী বলে পিছিয়ে না রেখে দেশ গঠনে তাদের সুযোগ করে দিতে হবে।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রাশেদা বেগম হীরা এমপি, সুইডিশ এমবাসেডর এনিলিলিন্ডা কেনি ,গণমাধ্যম ব্যক্তিত্ব শাহানাজ মুন্নী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ