রবিবার, নভেম্বর ১০, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়যৌনকর্মীর অভিনয়ের অপেক্ষায়

যৌনকর্মীর অভিনয়ের অপেক্ষায়

image_46081এমনিতেই ‘কামসূত্র থ্রিডি’ ছবি করে সম্প্রতি মুম্বই চলচ্চিত্র শিল্পে ব্যাপক আলোচিত হয়েছেন শার্লিন চোপড়া।

তার ওপর বাঘা বাঘা সব নায়িকাকে পেছনে ফেলে কান উৎসবের লাল গালিচায়ও পা পড়েছে তার। এবার ‘কামসূত্র থ্রিডি’ ও কানের সাফল্যকে পেছনে ফেলে নতুন কিছুর দিকে তাকাচ্ছেন তিনি।  সম্প্রতি জানিয়েছেন, সুযোগ পেলে এবার তিনি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে চান। এর আগে প্লেবয় ম্যাগাজিনে প্রথম ভারতীয় নারী হিসেবে নগ্ন মডেল হয়ে ব্যাপক সমালোচিত হন শার্লিন। এরপর কিছু দিন আগে কান উৎসবে স্বচ্ছ ও খোলামেলা পোশাক পরে হাজির হন এই উঠতি নায়িকা।

আরও পড়ুন

সর্বশেষ