বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকক্সবাজার আ’লীগে নতুনমুখ তরুণ ব্যারিষ্টার নওরোজ এম. রাসেল চৌধুরী

কক্সবাজার আ’লীগে নতুনমুখ তরুণ ব্যারিষ্টার নওরোজ এম. রাসেল চৌধুরী

Barrister Nawroz M R Chowdhuryন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

কক্সবাজারের অন্যতম তরুণ ব্যারিষ্টার নওরোজ  এম. রাসেল চৌধুরী  ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে গত বৃহস্পতিবার কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তিনি কক্সবাজার-৩(সদর-রামুর) সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি রামু-কক্সবাজারবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা মরহুম মোঃ দানেশ চৌধুরী ও মাতা বেগম সাজেদা চৌধুরী। তার দাদা মরহুম জাফর আলম চৌধুরী ছিলেন কক্সবাজার এর একজন প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তদানীন্তন পাকিস্তান আমলের সংসদ সদস্য। তার চাচা মরহুম দিদারুল আলম চৌধুরী ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার ছোট চাচা জনাব মনিরুল আলম চৌধুরী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫বারের চেয়ারমান ছিলেন।

ব্যারিষ্টার নওরোজের পিতা মরহুম মোঃ দানেশ চৌধুরী একজন সমাজসেবক ও দানশীল ব্যক্তি ছিলেন। ১৯৯১ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘রাষ্ট্রপতি পুরস্কার’ লাভ করেন। কক্সবাজার জেলায় নিকট অতীতে সাড়া জাগানো, অনন্য সাধারণ লোকপ্রিয় পরিবেশ নেত্রী সদ্য প্রয়াত অধ্যক্ষ শারমিনা রেসমিনের তিনি ছোট ভাই। ব্যারিষ্টার নওরোজ বিভিন্ন সময় ফ্রান্স, জার্মানী, ইতালী, স্পেন মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসাবে কর্মরত আছেন এবং আইনী পরামর্শ কেন্দ্র ‘‘দি লিগ্যাল ইমপিরিসিজম’’ এর অন্যতম স্বত্বাধিকারী। এছাড়া তিনি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত আছেন।

আরও পড়ুন

সর্বশেষ