বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদআরো খবর......সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৩০

সীতাকুণ্ডে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৩০

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপি-জামায়াত সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর ও তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করে ১৮দলীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশ বিজিবি যৌথভাবে মিছিলে হামলা চালায়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পৌর এলাকায় ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পাশে আটকে থাকা ২০ থেকে ২৫টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। এছাড়া কয়েকটি বাসে আগুনও দেয়া হয়েছে। সীতাকুন্ড থানার এসআই রেহেনা আক্তার সাংবাদিকদের জানান, বিএনপি-জামায়াতকর্মীরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ