শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নিয়মিত আলোচনা চলছে : পঙ্কজ শরণ

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নিয়মিত আলোচনা চলছে : পঙ্কজ শরণ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের দেশের নিয়মিত আলোচনা চলছে। বাংলাদেশের অভ্যন্তরীন শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনে এ আলোচনা চালানো হচ্ছে বলে তিনি জানান।

 

আজ শনিবার রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার (বৌদ্ধমন্দির) এ ভারতের অর্থায়নে নির্মিত পাঠাগার ও ডাইনিং উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তবে বাংলাদেশ বিষয়ে দুই দেশের অবস্থান একই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন মন্তব্য করেননি। বাংলাদেশ প্রসঙ্গে বারাক ওবামা ও মনমোহন সিংয়ের মধ্যে কোন আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের কোন পর্যায়ে আলোচনা হচ্ছে তা বলা যাচ্ছে না। তবে এ বিষয়ে নিয়মিত আলোচনা চলছে।

 

প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাম্প্রতিক অনুষ্ঠিত মিটিং প্রসঙ্গে পঙ্কজ শরণ বলেন, জয় আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে রাজনৈতিক অবস্থা নিয়ে আওয়ামী লীগের ভাবনাগুলো আপডেট করেছেন। একজন কূটনীতিক হিসাবে আমি অনেকের সঙ্গেই এধরণের কনসাল্টেন্সি করে থাকি।

আরও পড়ুন

সর্বশেষ