
কুড়িগ্রামে জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ এর প্রধান মতিন মেহেদী ও তিন সহযোগীকে ৩ বছর এবং ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের সশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক আমজাদ হোসনে এই রায় দেন। জঙ্গী সংগঠন করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে এই শাস্তি দেয়া হয়। ২০০৭ সালের ২১ এপ্রিল কুড়িগ্রামের সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এর আগে ২০১১ সালে একই ট্রাইবুনাল মতিন মেহেদী ও তার তিন সহযোগীকে ২০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।