বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েরাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, সর্বত্র উৎসবমূখর...

রাজশাহী, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, সর্বত্র উৎসবমূখর পরিবশ

RAJ ELC CAMP১৫ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাতে সময় কম, তাই প্রার্থীরা দিন রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাচ্ছেন। এছাড়া নিজ নিজ এলাকাকে মডেল ওয়ার্ডে ঘোষণা করতে লোভণীয় প্রতিশ্রুতিও দিচ্ছেন কেউ কেউ। ভোটের আগে এমন প্রতিশ্রুতি অনেক প্রার্থীই দেয়, কিন্তু ভোট শেষে তাদের আর খুঁজে পাওয়া যায়না বলে অভিযোগ তুলে সাধারণ ভোটাররা বলছেন, এবার আর তারা মিষ্টি কথায় ভোট দেবেন না। সব মিলিয়ে রাজশাহী নগরীর পাড়া-মহল্লায় এখন উৎসব মুখর পরিবেশ। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে নগরী ও বিভিন্ন পাড়া মহল্লার চায়ের দোকানগুলোতে প্রার্থীদের নিয়ে নানা আলোচনা সমালোচনার ঝড় তুলছেন সাধারণ ভোটাররা। তাই অন্য যে কোন সময়ের চেয়ে চায়ের দোকানগুলোতে মানুষের ভিড় থাকছে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আর সেই সাথে পাশাপাশি বেড়েছে চায়ের দোকানের বেচাকেনাও। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নগরী ও এর আশেপাশের এলাকায় প্রার্থীদের পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে এখন পুরো মহানগরী।

জমে উঠেছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

জমে উঠেছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও নাওয়া খাওয়া বাদ দিয়ে চষে বেড়াচ্ছেন নগরীর ২৭টি ওয়ার্ড। ভোটারদের মন জয় করতে কখনো প্রতিশ্রুতি, আবার কখনো কাছের মানুষ হতে ব্যস্ত প্রার্থীরা। প্রতিদিন বেলা ২টা বাজার সাথে সাথেই সিলেট নগরী প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে ওঠে। রাত ৯টা পর্যন্ত নগরজুড়ে চলছে মেয়র ও কাউন্সিলারদের পক্ষে মাইকিং। অন্যদিকে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা দ্বারে দ্বারে ঘুরে উন্নয়নের কথা বলে ভোটারের মন জয় করার প্রতিযোগিতায় নেমে পড়েন। সব প্রার্থীই বলছেন কল্যাণের কথা, কেউ কেউ শোনাচ্ছেন আশার বাণী। এদিকে কাউন্সিলার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এমন প্রার্থীরা বলছেন, কোন প্রতিশ্রুতি নয় এলাকার উন্নয়নে কাজ করেছি। অন্যদিকে সাধারণ ভোটারদের অভিযোগ, প্রার্থীদের নির্বাচনের আগের আচরণের সাথে ভোটের পরে সেই সম্পর্কটা আর খুঁজে পাওয়া যায়না। উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে ১৫ জুন ২৭টি সাধারণ আসনের কাউন্সিলার পদে ১৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

সর্বশেষ