দিনের বেলা হাঁটছি আমি
মৃদু রোদের আলোর মাঝে
থামছি না আমি কোথাও তবে
পাড়ি দিবো দূরপাল্লার পথটাকে।
হঠাৎ আকাশে জমেছে মেঘ
দিনের আলোর মাঝে অন্ধকার;
পিছ “পা” হচ্ছি না’রে।
পাড়ি দিবো এই পথ ধরে।
এমনি সময় নামলো বৃষ্টি
আশ্রয় আমি পাবো কোথায়!
ভিজতে হবে বুঝতে পেরে
‘পা’ বাড়ালাম সমানের দিকে
পার হতে হবে এই ভেবে।
আমার সঙ্গে বৃষ্টির আড়ি
পার হতে যেন না পারি।
মেঘের গর্জন আসছে ভেসে
আশ্রয় নিবো কোথায় তবে
গন্তব্যে ঠিক পৌঁছাতে হবে ।
ছুটছি তবে দ্রুত গতিতে।
পাড়ি দিবো সে পথটি
জেদ ধরেছি আমি
হঠাৎ মেঘ বৃষ্টির সঙ্গে।