বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদটপএমপি হারুনের পদকে কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে...

এমপি হারুনের পদকে কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদের পদকে কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
১৮ আগস্ট এ রুল জারি করা হয়।  হারুনুর রশিদ একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত হওয়ায় কেন তার এমপি পদ শূন্য হবে না তা নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
জানা গেছে, এমপি হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত একজন আসামি। গত বছরের অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।
আরও পড়ুন

সর্বশেষ