শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদটপঅর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক!

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক!

ময়মনসিংহের মুক্তাগাছার ভাষা সৈনিক খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠকও। সত্তরের নির্বাচনে নৌকা প্রতীকে লড়ে হয়েছিলেন সংসদ সদস্য। অথচ সেই মানুষটা এখন অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ হয়ে কয়েকমাস ধরে শয্যাশায়ী তিনি।

খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ এক সময় রাজপথ মুখর থাকতো যার স্লোগানে সেই মানুষটিই আজ বিছানায় বন্দি। ৫২ ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেয়ার অপরাধে ফেরারি আসামি হয়ে হারান ছাত্রত্ব। পরে সত্তরের নির্বাচনে অল্প বয়সে মুক্তাগাছা আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্যও নির্বাচিত হন তিনি।

কয়েকমাস আগে স্ট্রোক করার পর তার ডান হাত ও পা অবশ হয়ে যায়। এরপর থেকে বেশ কষ্টে দিন কাটছে এ ভাষা সৈনিকের।

খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহর স্ত্রী সুরাইয়া মালেক বলেন, শুধুমাত্র ভাতার টাকা দিয়ে সংসার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।

খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ ছেলে খোন্দকার মনজুর মালেক সুদীপ্ত বলেন, চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না বিধায় বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।

মুক্তিযোদ্ধা ভাতার যে সামান্য কটা টাকা পান তা দিয়ে চিকিৎসা করানো অসাধ্য হয়ে পড়েছে পরিবারের পক্ষে।

আরও পড়ুন

সর্বশেষ