শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......একযুগ পর কাল কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

একযুগ পর কাল কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

দীর্ঘ প্রায় এক যুগ পর ৫ অক্টোবর শনিবার কুষ্টিয়া সফরে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী জেলার ভেড়ামারায় নবনির্মিত বিদ্যুৎ স্টেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ছাড়াও সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন একযোগে কাজ করছে। প্রধানমন্ত্রীর সফরকে সার্থক করতে জেলা আওয়ামী লীগ গত এক সপ্তাহ ধরে প্রতিদিন দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়েছে। জনসভায় ৫ লাখ লোকের সমাগম ঘটনার পরিকল্পনা রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
২০০১ সালে সর্বশেষ কুষ্টিয়া সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সফরে তিনি শহরের মোহিনী মিল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেন। এরপর দীর্ঘ এক যুগ পর কুষ্টিয়া আসছেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ভেড়ামারায় পৌঁছাবেন। সেখানে ভারতে থেকে আমদানি করা ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভেড়ামারা-বহরমপুর ৪০০ কেভি বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন ও ভেড়ামারা ৫০০ মেঘাওয়াট সাব ষ্টেশনের উদ্ধোধন করবেন ।
তিনি দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ (৩৭ ইউনিট) প্রকল্প, কুষ্টিয়া জেলা সার্ভার ষ্টেশন ভবন (চারতলা ভিত বিশিষ্ট ৩তলা ভবন), মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ভেড়ামারা থানা ভবন, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন করবেন।

এ ছাড়া তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প, মিরপুর থানা ভবন, কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমারখালী উপজেলায় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি মিউজিয়াম, কুষ্টিয়া জেলার সদর উপজেলার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া কলেজের একাডেমিক ভবন, ভেড়ামারা উপজেলা মহিলা ডিগ্রী কলেজের একাডেমিক ভবন, বিজেএম কলেজের একাডেমিক ভবন, মিরপুর উপজেলার সাগরখালী আইডিয়াল কলেজের একাডেমিক ভবন, কুমারখালী উপজেলা কলেজের একাডেমিক ভবন, শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর উপজেলার নুরুজ্জামান ডিগ্রী কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর কলেজের একাডেমিক ভবন, দৌলতপুর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৩তলা একাডেমিক ভবনের ভিস্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নানা প্রস্তুতি প্রায় শেষ। জনসভায় ৫ লাখের ওপর লোক সমাগম আশা করেছেন আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ