বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
প্রচ্ছদটপচেক জালিয়াতির চেষ্টায় কারাগারে দুই পুলিশ কর্মকর্তা

চেক জালিয়াতির চেষ্টায় কারাগারে দুই পুলিশ কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চেক জালিয়াতি করতে গিয়ে রাজধানীতে আটক হয়েছেন পরিদর্শকসহ পুলিশের দুই সদস্য। বৃহস্পতিবার তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

এরা হলেন- পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ে কর্মরত পরিদর্শক মীর আবুল কালাম আজাদ (৫৫) ও এএসআই মোস্তাফিজুর রহমান (৩৮)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলামের করা মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয় বলে রমনা থানার ওসি মাইনুল ইসলাম জানান।

মামলার অভিযোগে বলা হয়, দুই আসামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি চেক যার নাম্বার-(ক-৭৮৬৮২৯৩), সংগ্রহের পর স্বাক্ষর জাল করে ৩৫ লাখ টাকা তোলার জন্য গত ২৪শে জুলাই সোনালী ব্যাংকের কাকরাইল শাখায় জমা দেয়।

ওই চেকের স্বাক্ষরের সঙ্গে ব্যাংকে সংরক্ষিত নমুনা স্বাক্ষরের মিল না থাকায় বাংলাদেশ ব্যাংক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি কাকরাইল শাখার ব্যবস্থাপককে চেকটির ‘ক্লিয়ারেন্স’ না দিতে অনুরোধ জানান। সেইসঙ্গে চেক জালিয়াতির বিষয়টি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কাকরাইল শাখা বরাবর একটি চিঠি পাঠান।

এরপর তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় ওই দুই পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ