শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করা হবে। তিন লক্ষাধিক নতুন ভোটার এবার জাতীয় পরিচয়পত্র পাবেন। নির্বাচন কমিশন জানায়, গত ২৫ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলায় নতুন ভোটারদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। চট্টগ্রামে গত মার্চ থেকে নতুন ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদের কাজ শুরু হয়। এতে তিন লক্ষাধিক ভোটারকে অন্তর্ভুক্ত করা, হয় বলে জানান সহকারী কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র বিতরণের নির্দেশনাবলী এসেছে। তবে এখনো কার্ড আসেনি। আগামী সপ্তাহে কার্ড পৌঁছার সম্ভাবনা রয়েছে। কার্ড আসার পরপরই তা বিতরণের উদ্যোগ নেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ