রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ডেবিট ও ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে ট্রাফিক জরিমানার

ডেবিট ও ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে ট্রাফিক জরিমানার

ট্রাফিক ই-প্রসিকিউশনে ঘটনাস্থলেই ডেবিট ও ক্রেডিট কার্ডে নিরাপদ নেটওয়ার্কিংয়ে পরিশোধ করা যাবে জরিমানার টাকা। এমন সুবিধা দিতে বাংলালিংকের ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) পদ্ধতির সাথে ডিএমপি’র ট্রাফিক বিভাগের ই-প্রসিকিউশন সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্তে ১০ এপ্রিল ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি ও বাংলালিংকের মধ্যে ভিপিএন কানেকটিং এমওইউ (MOU) স্বাক্ষরিত হয়েছে। ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর উপস্থিতিতে উক্ত এমওইউতে স্বাক্ষর করেন ডিএমপি’র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম ও বাংলালিংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চীফ কমার্শিয়াল অফিসার রীতেশ কুমার সিং।

আরও পড়ুন

সর্বশেষ