শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েঅস্বাভাবিক জোয়ারে দক্ষিণ চট্টগ্রামে ১০ গ্রাম প্লাবিত

অস্বাভাবিক জোয়ারে দক্ষিণ চট্টগ্রামে ১০ গ্রাম প্লাবিত

বঙ্গোপসাগর উপকূলীয় চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় পর্যাপ্ত বেড়িবাঁধ না থাকায় সোমবার সাগরের অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে এ দুই উপজেলার ১০টি গ্রাম। এতে অন্তত চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছেন।ctg south

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সোমবার বাঁশখালীর খানখানাবাদের ৭ ও ৮নং ওয়ার্ডের প্রেমাশিয়া, রোশাংগিরিপাড়া, সন্দিপপাড়া, জেলেপাড়া, রায়ছটা, ছনুয়ার খুদকখালী, আনোয়ারা রায়পুরের বারআউলিয়া, ঘাটকুল, দক্ষিণপাড়া, তেলিপাড়া গ্রাম অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় রোববারও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে অন্তত চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বেড়িবাঁধ না থাকায় প্রতিবছরই এই দুই উপজেলার অধিকাংশ গ্রামের হাজার হাজার পরিবার সকাল-বিকাল জোয়ারের পানিতে ভাসে বলে স্থানীয়রা জানান। বাঁশখালীর খানখানাবাদের ইউপি সদস্য হাফেজ আহমদ বলেন, ‘সোমবার অন্তত আড়াই হাজার পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে। সেইসঙ্গে শতাধিক পুকুর ও দুইটি বড় চিংড়ি ঘের তলিয়ে গেছে।’বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সোমবার জোয়ারে তার ইউনিয়নের প্রায় দুইশ পরিবারের বসতবাড়ি তলিয়ে গেছে। এছাড়া ৫০/৬০টি পুকুরের মাছও ভেসে গেছে। আনোয়ারার রায়পুরের চেয়ারম্যান মাহাবুব ইবনে সাবের বলেন, ‘দুইদিন ধরে সাগরের লোনা জলে প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ