শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদআরো খবর......পাকিস্তানের নেতৃত্বে আগ্রহী আফ্রিদি

পাকিস্তানের নেতৃত্বে আগ্রহী আফ্রিদি

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

গুঞ্জন শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের হোম সিরিজে নেতৃত্বের বোঝা নামিয়ে দেওয়া হবে মিসবাহ উল হকের কাঁধ থেকে। এমন আভাস দেখে আবারও জাতীয় দলের অধিনায়ক হওয়ার আগ্রহ জানিয়েছেন সিনিয়র অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

১৭ বছর ধরে দেশের হয়ে ক্রিকেট মাঠে প্রতিনিধিত্ব করছেন আফ্রিদি। আর জাতীয় দলকে নেতৃত্ব দিতে পারাটা বিশাল সম্মানের মনে করেন তিনি। সর্বাধিক ছয়ের মালিক বললেন,‘যদি ক্রিকেট বোর্ড (পিসিবি) ঠিক মনে করে আমাকে অধিনায়কত্বের প্রস্তাব করে তবে আমি চ্যালেঞ্জ হিসেবে সেটাকে গ্রহণ করব।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে সিনিয়রদের জেগে ওঠার আহ্বান জানালেন আফ্রিদি,‘আমি মনে করি আমরা এখন যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি তাতে সিনিয়র খেলোয়াড়দের আরও বেশি অবদান রাখতে হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজে আরও মূল্যবান ভূমিকা রাখতে হবে তাদের।’

এর আগে ২০১১ সালে পিসিবির সঙ্গে মতপার্থক্যের কারণে টি-টোয়েন্টি ও ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। এরপর থেকে আর কখনো অধিনায়কের দায়িত্ব পাননি তিনি। বোর্ড সূত্রও জানিয়েছে, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে গত বিশ্বকাপের অধিনায়ক আফ্রিদিকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে যথারীতি মিসবাহর নেতৃত্বে টেস্ট লড়াই হবে। আর টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন মোহাম্মদ হাফিজ।

আরও পড়ুন

সর্বশেষ