সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......১৯৭৯ সালে দুর্ভিক্ষের কারণে নারীরা যখন পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল, তখন আল্লামা শফী...

১৯৭৯ সালে দুর্ভিক্ষের কারণে নারীরা যখন পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল, তখন আল্লামা শফী কোথায় ছিলেন?

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রংপুরের নারীরা ১৯৭৯ সালে দুর্ভিক্ষের কারণে পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল-বিগত সংসদ অধিবেশনে দেয়া তার এমন বক্তব্যের পক্ষে পত্রিকার কাটিং উপস্থাপন করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। গতকাল জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে বিভিন্ন পত্রিকার কাটিং তুলে ধরে কৃষিমন্ত্রী এই প্রমাণ দেন।

মতিয়া বলেন, গত সংসদে ১৯৭৯ সালে দুর্ভিক্ষের কারণে রংপুরের নারীরা যখন পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিল, তখন হেফাজতের আল্লামা শফী কোথায় ছিলেন? এ বক্তব্যকে অসত্য উল্লেখ করে রংপুর বিএনপি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গত সংসদে সময় না পাওয়ায় আমি আজ এ বিষয়ে বিবৃতি দিচ্ছি।

মতিয়া চৌধুরী ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় প্রকাশিত মুক্তিযোদ্ধা সংসদ, এম এ জি ওসমানী ও খান এ সবুরের বক্তব্য পাঠ করেন। কৃষিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলে ক্ষুধার জ্বালায় রংপুরে নারীরা পতিতাবৃত্তিতে নাম লিখিয়েছিলেন। তখন আল্লামা শফীরা কোথায় ছিলেন?

আরও পড়ুন

সর্বশেষ