শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক সরিয়ে দিয়েছে ছাত্রলীগ

সাকা চৌধুরীর কবরের ‘শহীদ’ লেখা নামফলক সরিয়ে দিয়েছে ছাত্রলীগ

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে তার নামের আগে ‘শহীদ’ লেখা নামফলক সরিয়ে দিয়েছে ছাত্রলীগ। ২১ সেপ্টেম্বর বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নামফলকটি অপসারণ করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি নিজে তার ফেসবুক পেজে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরের নামফলক অপসারণের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে গোলাম রাব্বানী বলেন, একজন যুদ্ধাপরাধীর নামের আগে শহীদ লাগানো মানে শহীদ শব্দকে অবমাননা করা। কোন যুদ্ধাপরাধীর নামের আগে শহীদ লেখা থাকবে না মন্তব্য রাব্বানী বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশ।

চট্টগ্রামের ছাত্রলীগ নেতাদের অনেক আগে সাকা চৌধুরীর নামের আগে লেখা শহীদ নামফলকটি মুছে দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করে আগামীতে যেন আর কোথাও দণ্ডিত এ যুদ্ধাপরাধীর নামের আগে শহীদ লেখা না হয় সে ব্যাপারে চট্টগ্রামের ছাত্রলীগ নেতাদের সতর্ক থাকার আহবান জানান গোলাম রব্বানী।

আরও পড়ুন

সর্বশেষ