শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদটপশেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে শো’কজ

শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালককে শো’কজ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে কারণ দর্শনোর নোটিশ (শো’কজ) দেওয়া হয়েছে। ২২ জুলাই বরিশালের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও বিসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ২১ জুলাই নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা। বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের পাঠানো ওই কারণ দর্শানো নোটিশের জবাব  তিন কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই শেরে বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে ১৯ জুলাই সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের আইনজীবী। অভিযোগ পাওয়ার পর ২০ জুলাই শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ