শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়তফসিলভুক্ত হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

তফসিলভুক্ত হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলভুক্ত করার নীতিগত অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। গত রবিবার অনুষ্ঠিত পর্ষদ সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ব্যাংকটিকে জানিয়ে দেওয়া হবে। এটি হবে প্রবাসীদের জন্য সরকারি খাতের বিশেষায়িত ব্যাংক। ২০১১ সালের এপ্রিল থেকে ব্যাংকটি প্রবাসীদের মাঝে ঋণ বিতরণের লক্ষ্যে কাজ করে আসছে। বর্তমানে ব্যাংকটি শুধুমাত্র সরকারের সরবরাহ করা তহবিল থেকে বিদেশগামীদের ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করে। ব্যাংকটির দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে প্রবাসীদের থেকে রেমিট্যান্স আহরণ ও সব শ্রেণীর গ্রাহক থেকে আমানত সংগ্রহ করে প্রবাসীদের মাঝে বিতরণের সুযোগ দেওয়া হবে। পর্যায়ত্রক্রমে আমদানি, রপ্তানিসহ অন্য বাণিজ্যের সুযোগ পাবে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন বলেন, প্রবাসীদের কল্যাণে ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও আইনি বাধ্যবাধকতার কারণে অনেক ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না। এ কারণে তারা তফসিলভুক্ত করার আবেদন করে আসছেন। নীতিগত সম্মতির সিদ্ধান্ত হয়েছে বলে তিনি শুনেছেন। অনুমোদনের চিঠি পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে। জানা গেছে, ব্যাংক কোম্পা িআইনের ১৪(ক) ধারা থেকে অব্যাহতি দিয়ে প্রবাসী কল্যাণ বোর্ডের অনুকূলে ৯৫ শতাংশ মালিকানায় এ ব্যাংক তফসিলভুক্ত হবে। ব্যাংক কোম্পানি আইনের ওই ধারা অনুযায়ী, কোনো ব্যাংকে একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবারে ১০ শতাংশের বেশি শেয়ার কেন্দ্রীভূতক করা যায় না। বর্তমানে ব্যাংকটির ৪০০ কোটি টাকার মূলধন রয়েছে। আর শাখা রয়েছে ৬৩টি। মোট ঋণ রয়েছে ১৩০ কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে ৬ শতাংশের কম।

 

আরও পড়ুন

সর্বশেষ