রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েএশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে

এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে

PRINCE MOOSA APARTMENT 1আধুনিক বিশ্বের সর্বাধুনিক স্থাপত্যশৈলী আর প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল এ্যাপার্টমেন্ট । রাজধানীর গুলশানে প্রাচূর্যমন্ডিত এ এ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি নির্মাণ করছেন ধনকুবের প্রিন্স ডক্টর মুসা বিন শমসের। দেশিয় একটি স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে বিশ্বের ১৭ টি দেশের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে ভবনটি নির্মাণে । প্রতিটি এ্যাপার্টমেন্টের ইন্টেরিয়রের দায়িত্ত্বে রয়েছেন ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানীর খ্যাতনামা ৯ জন ইন্টেরিয়র ডিজাইনার । বাংলাদেশে নির্মাণাধীন এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল ও রাজকীয় এ আ্যাপার্টমেন্ট কিনতে আগ্রহ প্রকাশ করছেন বিশ্বের বেশ ক’জন ধনকুবের। ডক্টর মুসা বিন শমসেরের ব্যবসা প্রতিষ্ঠান ডেটকো গ্রুপ সূত্রে জানা যায়, আ্যাপার্টমেন্ট গুলো বিক্রির ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ত্ব দেওয়া হবে  প্রবাসি বাঙালিদের। তবে দেশে অবস্থানরত বনেদি পরিবারের সদস্যরাও বিলাসবহুল এ আ্যাপার্টমেন্ট ক্রয় করার সুযোগ পাবেন। ডেটকো সূত্রে জানা যায় প্রতিটি আ্যাপার্টমেন্ট নির্মাণ ও সাজসজ্জায় খরচ হবে প্রায় একশ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ