শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বরিশালে আইডিএলসির ৩৮তম শাখার উদ্বোধন

বরিশালে আইডিএলসির ৩৮তম শাখার উদ্বোধন

দেশের সর্ববৃহৎ নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিশন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বরিশালে ৩৮তম শাখার উদ্বোধন করেছে। দেশের প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছে দিতে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার প্রতিশ্রুতি নিয়ে আইডিএলসির ৩৮তম শাখার কার্যক্রম শুরু হয়। রোববার আইডিএলসির বরিশাল কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

আইডিএলসির চেয়ারম্যান আজিজ আল মাহমুদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, দেশের মানুষের কাছে সময়োপযোগী ও প্রয়োজনীয় আর্থিক সেবা পৌঁছানোর অঙ্গীকার নিয়ে এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে ভুমিকা রাখার মাধ্যমে আইডিএলসি নতুন নতুন সাফল্যের মাইলফলক স্থাপন করে চলেছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে বরিশালে আরো উন্নত সেবা নিয়ে আইডিএলসির নতুন শাখা স্থাপিত হয়েছে।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান বলেন, আমরা বিশ্বাস করি দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসির দায়িত্ব দেশবাসীর কাছে সর্বোত্তম ও উন্নততর আর্থিক সেবা পৌঁছে দেওয়া এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা।সেই দায়িত্ববোধ থেকে বরিশালের মানুষের জন্য আমরা আমাদের নতুন শাখার উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সফল ব্যবসায়ী্দের আইডিএলসি সম্মাননা প্রদান করে এবং আইডিএলসির উদ্যোগে এ সকল উদ্যোক্তার সফলতার গল্প বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তুলে ধরা হয়।  আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মোট সম্পদের পরিমাণ প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকারও বেশি এবং এ বছর সেপ্টেম্বর পর্যন্ত আইডিএলসির কর পরবর্তী আয় প্রায় ১৮০.৯ কোটি টাকা। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আছে এসএমই লোন, হোম ও কারলোন এবং ডিপোজিট।

আইডিএলসির ৩৫টি শাখায় বর্তমানে প্রায় ১৪০০ মানুষ কর্মরত আছেন। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আছে আরো তিনটি সাবসিডিয়ারি কোম্পানি- আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস ও আইডিএলসি এ্যাসেট ম্যানেজমেন্ট।

আরও পড়ুন

সর্বশেষ