শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়মেডিকেল টেকনোলজিস্টের শূণ্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ

মেডিকেল টেকনোলজিস্টের শূণ্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ

দেশের হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্টের শূণ্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত বৈঠকে সভাপতিত্বকালে সংশ্লিষ্টদের প্রতি তিনি এই নির্দেশ দেন। সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মেদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিশিষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সভায় ইতোপূর্বে যে কয়টি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল তার মধ্যে আটটি কলেজ পুনরায় পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে জ্যৈষ্ঠ চিকিৎসক ও সাংবাদিকদের সমন্বয়ে একটি বিশেষ দল শীঘ্রই কলেজগুলো পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে সভায় জানানো হয়। কলেজগুলো হলো- ঢাকার আদ্-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ, আশিয়ান মেডিকেল কলেজ, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ, নর্দাণ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, কেয়ার মেডিকেল কলেজ, আইচি মেডিকেল কলেজ, সফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এবং গাজীপুরের সিটি মেডিকেল কলেজ।

আরও পড়ুন

সর্বশেষ