মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদটপশাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণ আটক

শাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণ আটক

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পৌঁনে ৫ কেজি স্বর্ণ আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। বুধবার সকাল ৭টার এসব স্বর্ণ আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারি সাইদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩২২ বিমানের ১১এ ও ১১বি সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি টিমের দেওয়া তথ্যানুযায়ী সকাল ৭টায় মাস্কাট থেকে আসা এ বিমান রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসাবে বিমানের বিভিন্ন স্থান তল্লাশির একপর্যায়ে সীটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের নরম ফোম উঠানোর পর দেখা যায়, কালো স্কচটেপ মোড়নো

দুইটি বান্ডিল পরে আছে। বান্ডিল ২টি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০পিস স্বর্ণবার যার মোট ওজন ৪.৬৪ কেজি। উদ্ধারকৃত স্বর্ণবারের আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাইদুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ