শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম নগরীর জরাজীর্ণ সড়ক সংস্কারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

চট্টগ্রাম নগরীর জরাজীর্ণ সড়ক সংস্কারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

চট্টগ্রাম বানিজ্যিক রাজধানী, অর্থনীতির প্রাণ কেন্দ্র হলেও চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়কই এখন মরণফাঁদে উপনিত। চট্টগ্রাম মহানগরীর  জরাজর্নী ও ভাঙ্গা রাস্তাঘাট সমূহের কারণে নগরজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত। চট্টগ্রাম মহানগরীর সড়কগুলির বেহাল দশা নিয়ে প্রায়শ প্রতিবাদ কর্মসূচি ও সংবাদ প্রকাশের পরও অবস্থার তেমন পরিবর্তন হয়নি। নাগরিক সেবা প্রদানে নিয়োজিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসার সমন্বয়হীনতা, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণ, বিকল্প ব্যবস্থা না করে উন্নয়ন প্রকল্প গ্রহণ, সিংহাভাগ জনগোষ্ঠির স্বার্থ চিন্তা না করে গুটিকয়েক লোকের স্বার্থ রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় উন্নয়ন প্রকল্পগুলি জনগনের জন্য আর্শিবাদ না হয়ে অভিশাপে পরিনত হয়েছে। জরাজীর্ণ সড়কের কারণে নগরবাসীর যাতায়াত, শিক্ষার্থীদের শিক্ষাজীবন, কর্মস্থলে অর্থনৈতিক ক্ষতি, নিরাপত্তাহীনতা, যানজট, দুর্ঘটনা ঘটে চলছে প্রতিনিয়ত। নরক যন্ত্রণা সহ্য করে চট্টগ্রাম নগরে নিয়মিত যাতায়াত করছে জনসাধারণ। বিশেষতঃ নগরীর বহদ্দার হাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, পোর্ট কানেকটিং সড়ক, আগ্রাবাদ এক্সেস রোড, শাহ আমানত সেতু সংযোগ সড়ক, আরাকান সড়ক, মুরাদপুর-অক্সিজেন সড়ক, হালিশহর সড়ক, কাপাসগোলা সড়ক, ২নং গেইট সড়ক, জিইসি মোড় সড়ক সমূহ বেহাল দশায় এবং মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কিছু কিছু সড়ক সংস্কারে গৎবাঁধা পদ্ধতিতে সংস্কার কাজ করা হয়। যার কারণে প্রতিবছরই বিপুল পরিমাণ অর্থ গচ্চা যাচ্ছে। নির্মাণ কাজে মাত্রাতিরিক্ত দুর্নীতির কারণেও দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। একদিকে ওয়াসার খোঁড়াখুঁড়ি, অন্যদিকে বড় বড় গর্ত বিদ্যমান। নগরের ভেতর এধরণের সড়ক থাকলে গুরুতর অসুস্থ রোগী নির্ঘাৎ রাস্তায় মারা যাওয়ার সম্ভাবনা আছে। বাণিজ্যিক রাজধানী হওয়া সত্বেও নগরের সড়কগুলো চলাচলের অনুপযোগী এবং মফস্বলের সড়কের চেয়ে নিন্মমানের। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা থেকে মুক্তিদানের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশাল প্রকল্প গ্রহন করা হয়েছে। সেকারনে চট্টগ্রামের মানুষ প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। তাই বানিজ্যিক রজধানী ও দেশের অর্থনীীত হ্দৃপৃন্ড খ্যাত চট্টগ্রামের জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে জনগনের শেষ ভরসাস্থল হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেণ।

৫ই অক্টোবর বৃহস্পতিবার সকালে নগরীর জিইসি মোড়ে কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্র“প, চট্টগ্রাম মহানগর’র উদ্যোগে ভাঙ্গা রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশে বিভিন্ন বক্তাগন উপরোক্ত দাবি করেন। ক্যাব যুব গ্র“প, চট্টগ্রাম মহানগরীর সভাপতি চৌধুরী কে এন এম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ক্যাব যুব গ্র“প, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, লাভ দ্যা পুওর চিল্ড্রেনের প্রতিষ্ঠাতা মুনির চৌধুরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, রাজনীতিবিদ হাজী ইকবাল আলী আকবর, আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সৈয়দ মুহাম্মদ সিরাজদ্দৌল্লা, নারী নেত্রী সোমিয়া সালাম, ক্যাব নেতা মোঃ জানে আলম, ক্যাব এর সংগঠক হারুন গফুর, শিক্ষক নেতা ইকবাল বাহার চৌধুরী, সাংবাদিক কামরুল হুদা, মোঃ আলমগীর, সেলিম সাজ্জাদ, আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি জিকরু হাবিবিল ওয়াহেদ, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, নগরফুল এর প্রতিষ্ঠাতা বায়েজিদ সুমন, মিথিলা হক, মানবাধিকার সংগঠক জাহিদ তানছির, স ম জিয়াউর রহমান, লিও আশিকুল আলম, আলমগীর বাদশা, মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়ারু,সালাহ উদ্দিন লিটন, মুহাম্মদ আবু সিদ্দিক, তানভির আহমদ ছিদ্দিকী, ফিরোজ উদ্দিন রাজু, ইমরান বিন কায়েস, নাজিম উদ্দিন খান, আবু নোমান রানা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ