শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......উল্টোপথে আসায় প্রতিমন্ত্রী-সচিবদের গাড়ির জরিমানা

উল্টোপথে আসায় প্রতিমন্ত্রী-সচিবদের গাড়ির জরিমানা

রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে রোববার বিকেল চারটার দিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে পুলিশ উল্টো পথে চলা গাড়ি ও মোটরসাইকেল আটকায়। দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনকে। এর মধ্যে ৪০টিই সরকারি গাড়ি। উল্টোপথে গাড়ি নিয়ে আসায় একজন প্রতিমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে, যাদের মধ্যে সচিব পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। ঢাকার হেয়ার রোডে রোববার বিকাল ৪টা থেকে ঘণ্টা দুয়েকের এই অভিযানে উল্টোপথে আসা ৫০টি গাড়িকে জরিমানা করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “অভিযান চলাকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি উল্টোপথে আসার কারণে আটকে জরিমানা করা হয়। এ সময় উল্টোপথে আসা সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজউক, ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তা এবং সাংবাদিকের গাড়ি আটকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ