শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়শিশু বিকাশ কেন্দ্র স্কুলে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

শিশু বিকাশ কেন্দ্র স্কুলে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকার রায়ের বাজারের জণ্টা ক্লাব ঢাকা-৩ পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে দেড় লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে। বুধবার গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান নিলুফার জাফর উল্লাহ জণ্টা ক্লাব ঢাকা-৩ এর প্রেসিডেন্ট রিহানা আসরাফ ও শিশু বিকাশ কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা বিলকিস বারীর হাতে চেক তুলে দেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ-জামান, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও সাসটেইনবাল ফিনান্সিয়াল ইউনিট প্রধান সামসুল আজম খানসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলে সমাজের দুস্থ্য, সুবিধাবঞ্চিত শিশু কিশোর-কিশোরীদের শিক্ষার পাশাপাশি বয়স্ক মহিলাদেরও শিক্ষা, চিকিৎসা সেবা প্রদান করে আসছে।  বর্তমানে স্কুলটিতে সমাজের সুবিধাবঞ্চিত ১৩০ জন ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা, ৩০ জন ছাত্রী মাধ্যমিক শিক্ষা গ্রহণ করছে। ব্যাংক, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডের সম্পৃক্ততার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির এর আওতায় প্রতিষ্ঠানটিকে এ আর্থিক অনুদান দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ