শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঈদ উৎসবকালীন সময়ে ব্যাংকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ

ঈদ উৎসবকালীন সময়ে ব্যাংকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ

 ঈদ উৎসবকালীন সময়ে ব্যাংকে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়াও পয়েন্ট অব সেল, ই-পেমেন্ট, মোবাইল ফিনেন্সিয়াল সার্ভিসের মাধ্যমে নিরবিচ্ছিন্ন লেনদেনের মাধ্যমে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। পর্যাপ্ত টাকা সরবরাহের পাশাপাশি সার্বক্ষণিক পাহারাদার নিয়োগ করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া জাল-জালিয়াতি রোধে সবাইকে সচেতন করতে হবে। এদিকে নিয়ন্ত্রক সংস্থা থেকে মোবাইল ফিনেন্সিয়াল সার্ভিস প্রদানকারীদের নিরবিচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। এক্ষেত্রে গ্রাহককে এসএমএস সার্ভিসের মাধ্যমে তথ্য দিয়ে অবহিত করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ