শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদটপপতাকা ওড়ানোর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

পতাকা ওড়ানোর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি শুরু

পতাকা ওড়ানোর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত হোসেন ও স্থানীয় আনসার ক্যাম্প অফিসাররা। এদিন সকাল ৯টার সময় জাতীয় নেতারা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করবেন। এরপর বীরমুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও স্কুলের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করবেন। সকাল ১০টার সময় আনসার ও ভিডিপি ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শীর্ষক উপস্থাপনা নিয়ে ‍আসবে। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আলোচনা সভায় সরকারের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যরা, গুরত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্ট রাজনীতিকরা বক্তব্য রাখবেন।

আরও পড়ুন

সর্বশেষ