শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বেসরকারি খাতে ঋণ চাহিদা ধীরে ধীরে বাড়ছে

বেসরকারি খাতে ঋণ চাহিদা ধীরে ধীরে বাড়ছে

বেসরকারি খাতে ঋণ চাহিদা ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত কয়েক মাস ধরে বেসরকারি খাতের বার্ষিক ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়েছে। সুদ হার কমে যাওয়া ও বিনিয়োগ চাহিদা বৃদ্ধি পাওয়া এর কারণ বলে মনে করছেন ব্যাংকার ও বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৮৮ শতাংশ। যা আগের মাস জানুয়ারিতে ছিল ১৫ দশমিক ৬১ শতাংশ। ডিসেম্বরে এ হার ছিল ১৫ দশমিক ৫৫ শতাংশ। আর নভেম্বরে ছিল ১৫ দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএসের) সাবেক গবেষণা পরিচালক ও অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতি জায়েদ বখত সমকালকে বলেন, সুদ হার কমে যাওয়ার কারণে ঋণের চাহিদা বেড়েছে। এ ছাড়া সরকার ব্যাপকভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করায় উন্নয়ন সংশ্লিষ্ট বেসরকারি বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে। ফলে বেসরকারি খাতে ঋণের চাহিদা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ব্যাংকিং খাতে জানুয়ারি শেষে ঋণের গড় সুদ হার নেমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।

অনেকদিন ধরেই বেসরকারি খাতে ঋণের চাহিদা কম ছিল। যে কারণে বাংলাদেশ ব্যাংক সর্বশেষ মুদ্রানীতিতে (জানুয়ারি-জুন) বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন না বাড়িয়ে আগের ছয় মাসের মতোই রাখে। মুদ্রানীতিতে আগামী জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫০ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। ফেব্রুয়ারি শেষে ব্যাংকগুলো থেকে বেসরকারি খাতে ঋণের স্থিতি দাঁড়িয়েছে সাত লাখ ২৭ হাজার ৭০১ কোটি টাকা। যা ২০১৬ সালের ফেব্রুয়ারি শেষে ছিল ছয় লাখ ২৭ হাজার ৯৬০ কোটি টাকা।

আরও পড়ুন

সর্বশেষ