শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপ্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বাস্তবায়ন করতে প্রজাতন্ত্রের সকলকর্মচারীকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা...

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বাস্তবায়ন করতে প্রজাতন্ত্রের সকলকর্মচারীকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে কাজকরতে হবে

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বাস্তবায়ন ও সফল করতে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে দেশপ্রেমে উ™ূ¢দ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে সকলকে নিয়ে কাজ করতে হবে। তবেই মধ্যম আয়ের বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে পারব। সোমবার বিকেল ৫টায় দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকার অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম ওই বক্তব্য তুলে ধরেন।

বর্তমান সরকারপ্রধান তথা প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ; একটিবাড়ি একটিখামার, আশ্রয়ন, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ, স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষার মিশন বাস্তবায়নে সরকারের এমহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, এসকল উন্নয়ন কর্মকান্ড টেকসই করতে ঘূষ-দূর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত হতে হবে। তিনি ডিজিটাল প্রক্রিয়ার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বলতে যেয়ে বলেন, বর্তমান সরকারের এ উদ্যোগকে নিয়ে অনেকেই হাস্যরস করেছিলেন। আজ এ প্রক্রিয়ায় অর্থাৎ ডিজিটাল প্রক্রিয়ায় ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রে যেয়ে আপনার প্রয়োজনীয় তথ্যাদী খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তেমনি আপনাকে পাসপোর্টের জন্য আর জেলা সদরে যেতে হবেনা। ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করে আপনার পাসপোর্ট সহজেই পেয়ে যাবেন। ।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ’র অন্যতম সদস্য সাবেক উপ-মন্ত্রী এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়র-উল-হালিম, আ’লীগ উপজেলা সভাপতি আলহাজ্ব মোঃ জয়নুল আবেদীন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা আ’লীগ’র যুগ্ম-সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঞা, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগ’র সভাপতি আলহাজ¦ শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সামাদ, বরকামতা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
উক্ত অনুষ্ঠানের  পূর্বে উপজেলার জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন, চরবাকর আলিম মাদ্রাসা, চরবাকর উচ্চ বিদ্যালয়, বাকসার উচ্চ বিদ্যালয়, বাকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শ্রেণী কক্ষে পাঠদান করেন। পরে উপজেলা সাবরেজিষ্টার অফিস ও এসিল্যান্ড অফিস পরিদর্শন করেন। অনুষ্ঠানের শুরুতে তথ্য অফিসের সাংস্কৃতিক টিম কর্তৃক সঙ্গীত পরিবেশন করেন।

আরও পড়ুন

সর্বশেষ