বুধবার, মে ২৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ

একাত্তরের চেতনায় সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। ১২ জুলাই বিকেলে গণভবনে ‍আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। সন্ত্রাস ও জঙ্গি দমনে রংপুর ও রাজশাহীর ১৬ জেলার মাঠ পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দুপুরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই। হামলা, সন্ত্রাস চাই না। আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, এরই মধ্যে যারা মতামত দিয়েছেন তাদের মতামত কাজে লাগবে। জেলা থেকে উপজেলায় পর্যায়ে সবাইকে জঙ্গি প্রতিরোধে সচেতন করতে হবে। শান্তি ফিরিয়ে আনতে হবে। উন্নয়ন অব্যাহত রেখে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ