শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আটক

মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সাবেক শিবির নেতা আটক

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আবু নসর হুন্নু (৪৫) নামে শিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে তাকে আটক করা হয়। আবু নসর হুন্নুর বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। তিনি সীতাকুণ্ডে শিবিরের সাবেক নেতা ছিলেন। সাবেক এ শিবির নেতাকে আটকের পর এক প্রেস ব্রিফিংয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, আবু নসর হুন্নু ১৯৯৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।  এরপর তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে চলে যান।  কিছুদিন আগে দেশে ফিরে একটি মাজারের কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।  তার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। তিনি বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে হত্যায় জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। রিমান্ডে নিয়ে তার কাছ থেকে এ ব্যাপারে তথ্য আদায়ের চেষ্টা করা হবে।

রোববার (০৫ জুন) সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ের দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ‍মিতু। প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ সুপারের স্ত্রী খুন হওয়ার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে।

আরও পড়ুন

সর্বশেষ