শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননির্বাচনী সংঘাতে আরও একজনের মৃত্যু

নির্বাচনী সংঘাতে আরও একজনের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানার বড়উঠান ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে আহত মোহাম্মদ হোসেন (৫০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  এই নিয়ে ওই সংঘাতে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। ২৮ মে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হোসেন মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়িতে ‍দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।  এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে মো.ইয়াছিন নামে এক সদস্য প্রার্থী ছুরিকাঘাতে গুরুতর জখম হওয়ার পর চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া শরীফ (৩২) ও আলম (২০) নামে দুজন গুলিবিদ্ধ অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এএসআই পংকজ বড়ুয়া। নিহত ইয়াছিন বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর শাহ মীরপুর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী ছিলেন।  তবে তার কোন রাজনৈতিক পরিচয় ছিলনা বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশিদ হাজারী।  মোহাম্মদ হোসেন তার সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকস্মিকভাবে দুইপক্ষে সংঘাত শুরু হয়।  গোলাগুলি ও ধারালো ছুরির আঘাতে তিনজনের মত আহত হয়।  তবে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ওসি।

আরও পড়ুন

সর্বশেষ