শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি

বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে নাজনীন সুলতানা ও আবুল কাসেমকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৫ মার্চ বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। অর্থমন্ত্রী জানান, এই দুই পদে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। পরিপত্র জারি করে এই পদে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হবে। এনইসি সম্মেলন কক্ষে বিকেল ৪টার কিছু পরে এনজিও কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় যোগ দেন তিনি। এর আগে মন্ত্রীকে রিজার্ভ চুরি ও গভর্নর বিষয়ে নানা প্রশ্ন করেন সংবাদিকরা। তখন অর্থমন্ত্রী বলেন বলেন, গভর্নর অলরেডি গন, দুই ডেপুটি গভর্নরকেও অব্যাহতি দেওয়া হবে। প্রথমে দুইজনের নাম স্মরণ করতে পারছিলেন না মন্ত্রী। এর কিছুক্ষণ পরে নাজনীন সুলতানার নাম উচ্চারণ করেন। অপরজন কি আবুল কাশেম? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘হ্যাঁ’ সূচক বাক্য উচ্চারণ করেন মুহিত। এখন বাংলাদেশ ব্যাংকে বাকি দুই ডেপুটি গভর্নরের পদে রয়েছেন সিতাংশ কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী) ও আবু হেনা মোহাম্মদ রাজি হাসান।

আরও পড়ুন

সর্বশেষ