শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়নারীরা মূলধারার কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে

নারীরা মূলধারার কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন নারী উদ্যোক্তারা। আগে যেসব কাজ শুধু পুরুষরা করতেন, এখন তার অনেকগুলোই নারীরা করা শুরু করেছেন। নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৬ উপলক্ষ্যে ‘নারী দিবস ভাবনায় নারী উদ্যোক্তা উন্নয়ন: এ ক্ষেত্রে এসএমই ঋণের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এই সমাবেশ ও চারদিনব্যাপী মেলার  আয়োজন করে বাংলাদেশ ব্যাংক। এ সময় ড. আতিউর রহমান আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে আজকের অনুষ্ঠানে ও মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের অধীনে কর্মরত কর্মীদের বেতন ভাতা প্রদানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম ব্যবহার করার আহ্বান জানান। এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের উৎপাদিত করতে পণ্যের প্রচার ও  বাজার প্রসারিত করতে ইন্টারনেট ভিত্তিক মার্কেট ই-কর্মাস চালু করার পরামর্শ দেন। এজন্য বিশ্বের অন্যান্য দেশের অনলাইন বাজার ব্যবস্থাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

গভর্নর বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এমএসএমই খাতে এবং নারী উদ্যোক্তাদের মাঝে আগের চেয়ে বেশি ঋণ বিতরণ করছে। ২০১৫ সালে সোয়া সাত লাখ উদ্যোক্তার মাঝে ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এর ৫২ শতাংশই বিতরণ করা হয়েছে সাড়ে ছয় লাখ ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে। এ ঋণের মধ্যে দেড় লাখের বেশি নারী উদ্যোক্তা পেয়েছেন ৪ হাজার ২শ‘ ২৭ কোটি টাকা। সোয়া এক লাখ নতুন উদ্যোক্তা পেয়েছেন সাড়ে বিশ হাজার কোটি টাকা। একই সময়ে পঞ্চাশ হাজার উদ্যোক্তাকে ৫ হাজার ২শ ৫৫ কোটি টাকা পুন:অর্থায়ন করা হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে চৌদ্দ হাজার নারী উদ্যোক্তার অনুকূলে পুন:অর্থায়ন করা হয়েছে ১ হাজার ৩শ ৫৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, বিআইবিএম’র মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বিবিটিএ’র প্রিন্সিপাল কে. এম জামশেদুজ্জামান প্রমুখ। এ সময় গর্ভনর ৪০টি ব্যাংকের উদ্যোগে ৪০ জন নারী উদ্যোক্তার হাতে ৭ কোটি ৫৬ লাখ টাকা ঋণের ডামি চেক তুলে দেন। বিবিটিএ প্রাঙ্গণে অনুষ্ঠিত চারদিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন স্থানের অর্ধশত নারী উদ্যোক্তার তৈরি করা পণ্য প্রদর্শনী ও বিক্রয় করা হচ্ছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ